ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কি‌শোরগঞ্জের কটিয়াদীতে আন্তঃনগর এগার‌সিন্দুর ট্রে‌নের ইঞ্জিন বিকলের তিন ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রু‌টে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ সকাল সা‌ড়ে ৭টার দি‌কে ক‌টিয়াদী উপ‌জেলার গ‌চিহাটা ‌রেলও‌য়ে স্টেশ‌নের কা‌ছে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। প‌রে অপর এক‌টি উদ্ধারকারী ইঞ্জিন ট্রেন‌টি‌কে নি‌য়ে গে‌লে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

‌সূত্র জানায়, কি‌শোরগঞ্জ থে‌কে আন্তঃনগর এগার‌সিন্দুর এক্স‌প্রেস ট্রেন‌টি সকা‌লে কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশন থে‌কে ঢাকার উদ্দেশে ছে‌ড়ে যায়। গ‌চিহাটা স্টেশ‌নের কা‌ছে পৌঁছ‌লে হঠাৎ ক‌রে ট্রে‌নের ইঞ্জিন বিকল হ‌য়ে প‌ড়ে। এতে বন্ধ হ‌য়ে যায় ময়মন‌সিংহ-ভৈরব রু‌টে সব ধর‌নের ট্রেন চলাচল। খবর পে‌য়ে আখাউড়া থে‌কে এক‌টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থ‌লের দি‌কে রওনা হ‌য়।