ময়মনসিংহ স্কুলের ছাত্র হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের ছাত্র ইশতিয়াক আহমেদ তন্ময় হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান সাগর (২১) ও রুহান ইসলাম রিয়াদ (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সৈয়দ নুরুল ইসলাম জানান, রোববার রাতে কোতোয়ালি মডেল থানার পুলিশ হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৮ আসামির মধ্যে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, নারী সংক্রান্ত বিরোধে তন্ময় ও সাগরের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে সাগরের নেতৃত্বে ৮-১০ জন যুবক তন্ময়ের ওপর হামলা করে। এক পর্যায়ে সাগরের ছুরিকাঘাতে তন্ময়ের মৃত্যু হয়।

দেশীয় অস্ত্রসহ ১৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার :এদিকেসোমবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে শহরের বাইপাস মোড় থেকে দেশীয় অস্ত্রসহ ১৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সুমন (২৯), রাজু (২২), রাসেল (৩২), সেতু মিয়া (২২), বজলু (৩২), শামীম (২০), সাব্বির আহম্মেদ বাবু (২৬), সুমন মিয়া (২২), মো. আমিন (২৫), মাসুম (২৫), আরিফুল ইসলাম (২২), আল আমিন হোসেন (২৬), সাজল (১৫), সুমন (২০) ও মো. আল আমিন (২১)।