যতদিন প্রয়োজন ততদিন খোলাবাজারে চাল ও আটা বিক্রির কার্যক্রম চলবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে যতদিন প্রয়োজন ততদিন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির কার্যক্রম চলবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং জোরদার করেছি। অনেককে জেল-জরিমানা করা হয়েছে।’

চালের দাম নির্ধারণ করে দেওয়ার বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘ট্যারিফ কমিশন আলাপ-আলোচনা করে যদি মনে করে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।’