যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি মাহবুব মিলনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে শহরের নীলরতন ধর রোডের কৃষি ব্যাংক ভবন থেকে তাকে আটক করা হয়। আটক মিলন শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার সামছুল আলমের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার এএসআই তারিকুল জানান, বিকেলের দিকে যশোর কৃষি ব্যাংক জোনাল অফিসে গাড়ি রাখাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে মিলনের বাকবিতন্ডা হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সৈয়দ শাহাবুদ্দিন আলম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ও স্থানীয় বাসিন্দা সৈয়দ শাহাবুদ্দিন আলম কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগে তিনি মিলনের কাছে থাকা অস্ত্রটি  অবৈধ দাবি করে বলেন, মিলন ব্যাংকে এসে সাধারণ মানুষের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। আমিসহ কয়েকজন তাকে বাধা দিলে তিনি অস্ত্র বের করে গুলি করতে উদ্যত হন। পরে পুলিশ এসে তাকে আটক করে।

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ বলেন, মাহবুব মিলন যশোর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি। তাকে পুলিশ আটক করেছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।