যুক্তরাজ্যে এক মুসলমান তরুণীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে তার হিজাব

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে এক মুসলমান তরুণীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে তার হিজাব খুলে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার পূর্ব লন্ডনের চিংফোর্ডে অতি ব্যস্ত একটি শপিং মলের সামনে এ ঘটনা ঘটেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী দুজনের বয়স ১৭ থেকে ১৯ বছর।

বিবৃতিতে বলা হয়, চিংফোর্ডে একটি অতি ব্যস্ত শপিং মলের সামনে দিয়ে ফুটপাত ধরে হাঁটছিলেন হিজাব পরা ২০ বছরের ওই তরুণী। ১৭ থেকে ১৯ বছরের দুই শেতাঙ্গ পুরুষ ওই নারীর ওপর চড়াও হয় । তারা ওই তরুণীর হিজাব দেখে প্রথমে অশালীন মন্তব্য করে। পরে তাকে টেনেহিঁচড়ে কিছু দূরে নিয়ে গিয়ে তাঁর হিজাবটি টেনে খুলে দেয়। এরপরই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ফুটপাতে। লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস ওই তরুণীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ধর্ম বা বর্ণ বিদ্বেষ থেকে এ কাজ করা হয়েছে। হামলার সময় দু’জনেরই পরনে ছিল কালো পোশাক। তাদেরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার গণভোটের পর থেকেই লন্ডনে বর্ণ বা ধর্ম বিদ্বেষজনিত হামলার ঘটনা বাড়তে শুরু করেছে। গত দু’সপ্তাহে লন্ডনে এমন ঘটনার হার বেড়েছে প্রায় ৫৮ শতাংশ।