যুক্তরাষ্ট্রের এক নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক নাগরিককে শুক্রবার আটক করেছে উত্তর কোরিয়া। রোববার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এ নিয়ে মোট তিন মার্কিনিকে আটক করলো উত্তর কোরিয়া।

কোরিয়ান বংশোদ্ভূত ওই ব্যক্তির বয়স প্রায় ৫০। কিম নামের ওই ব্যক্তি ত্রাণ কার্যক্রমের বিষয়ে আলাপের জন্য এক মাস ধরে পিয়ংইয়ংয়ে অবস্থান করছিল। শুক্রবার উত্তর কোরিয়া থেকে বের হয়ে যাওয়ার সময় পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে পিয়ংইয়ং জানিয়েছে, আটককৃত মার্কিন নাগরিক চীনের পাশেই স্বায়ত্বশাসিত ইয়ানবিনের বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা কিমের আটকের বিষয়ে তারা কিছুই জানে না।

এর আগে যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে আটক করেছিল উত্তর কোরিয়া। এদের মধ্যে অট্টো ওয়ার্মবিয়ার নামের ২২ বছরের এক ছাত্রকে গত বছরের জানুয়ারিতে আটক করা হয়। পরে তাকে গোয়েন্দাবৃত্তির অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দেয় পিয়ংইয়ংয়ের আদালত।