যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম নারী বিচারকের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম নারী বিচারক শায়লা আবদুস সালামের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার লাশ বুধবার রাতে নিউ ইয়র্কের হাডসন নদী থেকে উদ্ধার করা হয়েছে।

৬৫ বছর বয়সি শায়লার লাশ নিজ বাসভবন হার্লেম থেকে মাত্র এক মাইল দূরে পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে তাৎক্ষনিকভাবে রাজী হয়নি পুলিশ।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, বুধবার ভোর থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বিষয়টি পুলিশকে জানান।

নিউ ইয়র্কের গভর্নর মারিও কুমো ২০১৩ সালে শায়লাকে অঙ্গরাজ্যের আপিল আদালতের বিচারক হিসেবে নিয়োগ দেন। আমেরিকান-আফ্রিকান নারী হিসেবে তিনিই প্রথম নিউ ইয়র্কের শীর্ষ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

এক বিবৃতিতে কুমো বলেছেন, ‘ রাজ্যর আপিল আদালতে নিয়োগের মাধ্যমে তিনি হয়েছিলেন আফ্রিকান-আমেরিকান নারীদের অগ্রদূত। তার লেখনি, প্রজ্ঞা ও প্রশ্নাতীত নৈতিক দিক নিদের্শশনায় এমন উত্তম উদহারণ সৃষ্টি করেছেন যার অভাব আগামী দিনগুলোতে অনুভূত হবে।’