যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, এটি কখনোই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে হবে নাঃ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা, যুদ্ধ কোনোটিই নয়।’ আয়াতুল্লাহ আলি খামেনি সোমবার বলেন, ‘আমরা যদি কখনো আলোচনা করিও – যেটা প্রায় অসম্ভব – যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, এটি কখনোই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে হবে না।’ ইরানের রাজনৈতিক সিদ্ধান্তে চূড়ান্ত মত দেওয়ার অধিকার আছে খামেনির। তিনি বলেন, ‘যেমনটি ২০১৫ সালে পরমাণু চুক্তির সময় হয়েছিল, সেরকমভাবে আমাদের দেশ তখনই কোনো আলোচনায় যাবে যখন শক্তি খর্ব হবে না, যেন যুক্তরাষ্ট্রের চাপ কিংবা হুমকি আমাদের প্রভাবিত করতে না পারে।’ খামেনি বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আমাদের সম্পর্কে তাচ্ছিল্যের সুরে কথা বলেছে। অবরোধ বাদেও তারা যুদ্ধ ও আলোচনার কথা বলছেন। এ সম্পর্কে জনগণের উদ্দেশ্যে আমাকে স্পষ্ট করে বলতে দিন- যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যুদ্ধ হবে না কিংবা কোনো আলোচনা আমরা করব না।’ ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নয়, সে বিষয়ে কারণ তুলে ধরেন খামেনি। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য থেকে এক ইঞ্চিও সরবে না বলে জানিয়েছে।

তথ্য : আল জাজিরা