যোগ দিয়েছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের সঙ্গে এখন কাজ করছে নৌবাহিনীর দুটি ইউনিট।

নৌবাহিনীর নয় সদস্যের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পানিবাহী দুটি গাড়ি নিয়ে তারা মধ্যরাতেই ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলছেন, নৌবাহিনীর দুটিসহ মোট ২১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

নৌবাহিনীর হাজী মুহাম্মদ মহসীন ইউনিটের সদস্য উপকর্মকর্তা সিরাজ বলেন, ‘ক্ষতির ভয়াবহতার বিষয়টি বিবেচনায় কাজ করছে নৌবাহিনীর নয় সদস্যের দুটি ইউনিট।’

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটায় মার্কেটটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মার্কেটের পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত। এরপর পর্যায়ক্রমে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।