যৌনসেবায় রোবট!

 লাইফস্টাইল ডেস্ক : আদিকাল থেকে নারী-পুরুষের মধ্যে যৌন সম্পর্ক স্থাপনের রীতি চলে এসেছে। তবে আধুনিক মানুষ সেসব রীতি থেকে বেরিয়ে আসছে। প্রযুক্তির ছোঁয়া পেয়ে মানুষ এখন শুধু নারী বা পুরুষ নয়,  রোবটকেও যৌনসেবায় নিয়োজিত করছে!

কিছুদিন আগে সুইজারল্যান্ডের ফেলাটিও ক্যাফেতে রোবটের সঙ্গে যৌনতার সুযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। লন্ডনে এই ক্যাফের নতুন শাখার কার্যক্রম চালু হওয়ায় রোবটের যৌনসেবা নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলে হয়েছে, কিছু দিনের মধ্যেই লন্ডনে চালু হতে যাওয়া এই ক্যাফেতে কেউ যদি এক কাপ কফি ও এসকর্ট সার্ভিসের অর্ডার দেয়, তাহলে নারী রোবট পাঠানো হবে। ঠিক একই ভাবে নারীদের জন্য প্রয়োজনমাফিক পুরুষ রোবটও পাঠানো হবে।

পুরো ব্যাপারটি নিয়ে দারুণ আশাবাদী ক্যাফের উদ্যোক্তা ব্রাডলি চারভেট। তিনি দাবি করেছেন, পুরো ব্যাপারটিই অভিনব।

ব্রাডলি চারভেট গণমাধ্যমকে জানিয়েছেন, রোবট সবার কাছে খুব একটা পছন্দসই নয়। তবে এটা একেবারে হাস্যকরও নয়। কল্পনাও করতে পারবেন না, ২০১৬ সালে বহুমানুষ রোবট নিয়ে এ ভাবনা ভাবছেন। সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে আমরা আলাপ করেছি। তারা রোবটের সঙ্গে যৌনচারে খুবই আগ্রহী। এটা অনেকের কাছেই রোমাঞ্চকর। আমরা গ্রাহকদের নতুন কিছু করার সুযোগ দিচ্ছি।