রইচের অত্যাচারে অতিষ্ট মৈনারটের এলাকা বাসি

এইচ এম আমানঃ রাজধানীর ঢাকার উত্তরায় উত্তরখান মৈনারটেক বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের মালিকের ছেলে রইচ গতকাল মুরগী ওয়াস করার ড্রেসিং মেশিন বানানোকে কেন্দ্র করে রইচ ও তার ভাই বাদল, সোহেলকে  তার দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মুক্তিযোদ্ধা মার্কেটের পিছনে ছোট একটা টং দোকানের খুটির সাথে সোহেলের পাঁয়ে সিকল দিয়ে বেঁধে লোহার রড দিয়ে বেধম মারধর করেন। গতকাল বিকাল আনুমানিক ৫.০০টার সময় এই ঘটনা ঘটে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত সোহেল কে প্রচুর পরিমাণ অমানবিক নির্যাতন ও মারধর করেন। একটি ড্রেসিং মেশিং বানানোর জন্য রইচ সোহেলকে ২ হাজার টাকা দিয়ে বলেন ড্রেসিং মেশিনটা ভালো ভাবে কাজ করে দেওয়ার জন্য কিন্তু ৪ দিনের জায়গায় ২ সপ্তাহ পেরিয়ে গেলে রইচ তাকে বাকি ৫ হাজার টাকা না দিয়ে ড্রেসিং মেশিন দিতে বললে সোহেল বলে ভাই টাকার জন্য আমি পুরো কাজ করতে পারি। আপনি আমাকে আরো ৩ হাজার টাকা দিন তাহলে আমি মালামাল লাগিয়ে তাহা কমপ্লিট করে দিতে পারবো। এভাবে রইচ মানতে রাজি না হয়ে মৈনারটেক বাজার এলাকাতে তাঁদের ক্ষমতার দাপট দেখিয়ে। সোহেলকে তুলে এনে দু পায়ে সিকল দিয়ে বেঁধে রেখে বেদম মারধর করেন। এমন অবস্থা দেখে কেই রইচকে কিছু বলতে সাহস পাননি। কারণ রইচ একজন এলাকার নামকরা দাগি সন্ত্রাসী ও সন্ত্রাসের গডফাদার। তাই এলাকার ব্যবসাইরা ও সাধারণ জনগণ সবসময় থাকে ভয়ে আতঙ্কে। উত্তরখান পুলিশ খবর পেয়ে সাব ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও তার সঙ্গিয় ফোর্সসহ ইফতারের ২/১ মিনিট আগে সোহেলকে উদ্ভার করেন বলে যানা এস.আই তারিকুল। তিনি আরো বলেন তাৎক্ষনিক পুলিশ দেখে বাজার কমিটির লোকজন এগিয়ে এসে এ ঘটনার প্রতি ঘোর নিন্দা জানিয়ে বলেন- আমরা কালকের দিনে আমরা উভয় পক্ষকে নিয়ে বসে একটা সমঝোতার করে দিব। থানার কোন মামলা করার প্রয়োজন নেই। তিনি আর বলেন তাৎক্ষনিক সোহেলকে টংঙ্গী সরকারি মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। সোহেল টংঙ্গী থেকে ফিরে এস রাত্রে থানায় পৌছে একটি অভিযোগ লিপিবদ্ধ করেন। এখন পর্যন্ত কোন মামলা হয় নি। এই ঘটনার বিষয় জানার জন্য উত্তরখান থানার অসি তদন্ত নাসির আহম্মেদ সাহেবের সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সোহেল ছেলেটি খুব ভয় পেয়ে বসে আছে। তিনি আরো বলেন তবে রইচ এর নামে মৈনারটেক এলাকাতে অসংখ অভিযোগ রয়েছে কিন্তু কেই ভয়ে মামলা করতে / জি.ডি করতে চায় না। এ বিষয়ে সম্পর্কে জানতে জাতীয় দৈনিক আলোর জগত পত্রিকার ও ক্রাইম পোট্রেল পত্রিকায় সাংবাদিক দ্বয় মৈনারটেক গেলে বেরিয়ে আসে রইচের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ গত ১০/১২ দিন আগে মিথ্যে ভাবে কবির টেইলার্সের কারিগরকে ও সে এমনি ভাবে মারধর করে। পরবর্তিতে তাকে বাংলাদেশ মেডিকেলে গিয়ে চিকিৎসা করতে হয়েছিল। কিন্তু এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে রাজি হননি। কারণ জানতে চাইলে বাজারের কিছু দোকানি বলেন রইচ উত্তরখান থানা আওয়ামীলীগের সভাপতি ও উত্তরখান ইউনিয়নের চেয়ারম্যানের ভাগিনা সজিবের বন্ধু তাই আমরা খুব ভয়ে থাকি, কিছু বলতে পারি না, সে যদি আমাদেরকেও এই ভাবে মারধর করে তাই আমাদের ভয়। সে রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে বাজারের অনেক দোকানদার ও দোকানের কর্মচারীদের বিভিন্ন সময়ে বিভিন্ন মিথ্যে ওযু হাতে মারধর করতেন।