রপ্তানি আয়ের ধারা অব্যাহত, বেড়েছে ৬.৫৩ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৪ মাসে রপ্তানি খাতে আয় হয়েছে ১ হাজার ৭৯ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বছরের ব্যবধানেও রপ্তানি আয় বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নভেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তবে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, গত ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৪ মাসের তুলনায় ৬৬ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা বা ৬ দশমিক ৫৩ শতাংশ বেশি আয় হয়েছে চলতি বছরের একই সময়ে। ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। তবে এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ৪ মাসে ১ হাজার ১৫৮ কোটি ৪০ লাখ ডলার রপ্তানি আয় লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ১ হাজার ৭৯ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৮৪ শতাংশ কম।

প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৬৩ কোটি ৮০ লাখ ডলার। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ২৭১ কোটি ২৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৮৪ শতাংশ বেশি। একইসঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের অক্টোবর মাসের আয়ের তুলনায়ও এ সময়ের আয় ১৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের চতুর্থ মাসে সব ধরনের পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২৩৭ কোটি ১৫ লাখ মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৪ মাসে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৮৮২ কোটি ১৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ৭ দশমিক ০৮ শতাংশ বাড়লেও অর্জিত হয়নি নতুন লক্ষ্যমাত্রা। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ৪৫৩ কোটি ৫১ লাখ ৪০ হাজার এবং ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে ৪২৮ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।

আলোচ্য সময়ে কৃষি পণ্যে রপ্তানি আয় ১ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর রাবারে ১৯ দশমিক ১৫ শতাংশ, পেট্রোলিয়াম বায়োপ্রোডাক্টে ৪৭ দশমিক ১৩ শতাংশ, হোম টেক্সটাইলে ১ দশমিক ৫৫ শতাংশ, সিরামিক পণ্যে দশমিক ৬১ শতাংশ, ইঞ্জিনিয়ারিং পণ্যে ২৬ দশমিক ৯৫ শতাংশ কমেছে।

তবে রপ্তানি আয় বাড়ার তালিকায় আছে- হিমায়িত খাদ্যে ৯ দশমিক ৯৪ শতাংশ, কেমিক্যাল পণ্যে ২৭ দশমিক ৩৫ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৭৬ দশমিক ০৮ শতাংশ, চামড়া ও চামড়াজাতীয় পণ্যে ১৯ দশমিক ৪৫ শতাংশ, পাট ও পাট জাতীয় পণ্যে ৪ দশমিক ১৫ শতাংশ, কম্পিউটার সার্ভিসে ৮ দশমিক ৯৪ শতাংশ।