রাজধানীতে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে  ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- মো. নাদিম মিয়া (৩৭), ইকবাল হোসেন (২৭), মো. সোহেল (৩১) ও মো. বাবু (২০)।

বুধবার রাত ১১টার দিকে পল্লবীর থানার কালশী রোড থেকে তিন জন ও গুলিস্তান শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা থেকে বাবুকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি ল্যাপটপ, দুইটি ক্যামেরা, বিভিন্ন ব্রান্ডের ১১টি মোবাইল ফোন, একটি ভিসা কার্ড, নগদ ৬ হাজার ৫০০ টাকা, মোবাইল ডিভাইস এবং একটি সিপিইউ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া।

তিনি বলেন, বুধবার রাতে পল্লবী থানা এলাকার কালশী রোডে ডাকাতির প্রস্তুতিকালে নাদিম, ইকবাল, সোহেলকে আটক করা হয়। পরে তাদের তদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে বাবুকে আটক করা হয়।

মিজানুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা ছিনতাই করার কথা স্বীকার করেছেন। রাজধানীর খিলক্ষেত, এয়ারপোর্ট, কুড়িল-বিশ্বরোড ও ৩০০ ফিট রাস্তা এলাকায় এই চক্রটি অনেক দিন ধরে ছিনতাই করে আসছিল।