রাজধানীতে পরিবহন শ্রমিকদের করোনা টিকা প্রদান কর্মসূচি শুরু

রাজধানীতে পরিবহন শ্রমিকদের করোনা টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশেও শিগগিরই শুরু হবে পরিবহন শ্রমিকদের টিকা প্রদান।

বুধবার সকাল ৯টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে শুরু হয় পরিবহন শ্রমিকদের করোনা টিকা প্রদান কার্যক্রম।

এ বিষয়ে ঢাকা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ঝুমানা আশরাফি জানান, রাজধানীর মতো সারাদেশেও শিগগিরই শুরু হবে পরিবহন শ্রমিকদের টিকা প্রদান কার্যক্রম। যাদের এনআইডি কার্ড নেই তারা জন্মনিবন্ধনের মাধ্যমে করোনার টিকা গ্রহণ করতে পারবেন। বিআরটিএ ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের তালিকা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।