রাজধানীতে বিজয় র‌্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি বের করে ইসলামী ছাত্রসেনা।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে বিজয় র‌্যালি শুরু হয়। মিছিলটি পল্টন, দৈনিক বাংলামোড় ঘুরে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

র‌্যালি শুরু করার আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রসেনা ঢাকা মহানগর সভাপতি শেখ ফরিদ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহীদ রিজভী, ছাত্রসেনার কেন্দ্রীয় নেতা এম নাঈম উদ্দিন, সৈয়দ আবু সাঈদ শাফিন, মহানগর সেক্রেটারি সামিউল শুভ, তালহা তালকিন আলম, মোহাম্মদ মর্তুজা, এসএম মোস্তফা কামাল, সৈয়দ আবু সায়হাম সুজন প্রমুখ।

প্রধান অতিথি শাহীদ রিজভী বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সিঁড়ি বেয়ে বিজয়ের ৪৫ বছরে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দারিদ্র বিমোচন, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে।’ তিনি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবির দোসরদের দেশবিরোধী চক্রান্তের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।