প্রমি গ্রুপের মালিক কে এই শহিদ বলেন, আমজাদ

রাজধানীর উত্তরখান হযরত শাহ কবির (রহঃ) মাজারের দন্দ্বের শেষ কোথায়? পর্ব- (২)

ফাতেমা তুজ্জ জহুরাঃ- প্রমি গ্রুপের মালিক এনামুল হাসান খান শহিদ জিরো থেকে হিরো এই তথ্য জানালেন হাজী মোঃ আমজাদ। হাজী মোঃ আমজাদ বলেন শহিদের বাবা আটিপাড়া মোড়ে আবুল হোসেনের বাড়িতে কাজ করতেন। তিনি আরও একটি তথ্য দেন, শহিদের মা অভাবের তারোনায় শহিদের বাবার সংসার ত্যাগ করে রজব আলীর ছেলে হোসেন আলীর সাথে পালিয়ে যায়। সেই সংসারে তার একটি মেয়ে আছে বলেও জানান হাজী আমজাদ। শাহ কবির (রহঃ) মাজার নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ও স্বরযন্তের দুঃখ প্রকাশ করেন শাহ কবির (রহঃ) মাজারের জনৈক ও দোকানদার। আমাদের অনুসন্ধানী সংবাদদাতা ফাতেমা তুজ্জ জহুরা এই রিপোর্ট লেখা পর্যন্ত দালিলিক প্রমান সংগ্রহ করেছেন। আমরা গত পর্বে কামাল চেয়ারম্যানের অডিও বক্তব্য প্রকাশ করেছি। আপনারা দেখতে চাইলে আমাদের ক্রাইম পেট্রোল বিডিতে দেখতে পারেন। আগামী পর্বে আমরা আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ উপহার দিবো। সবাই দেখবেন।

 

আসছে ৩য় পর্ব . . .