রাজনীতির আগে পড়ায় মন দিতে পরামর্শ দিলেন কাদের

নিজস্ব প্রতিবেদক : রাজনীতির আগে পড়ালেখায় মনোযোগ দিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক ঝটিকা সফরকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের এ পরামর্শ দেন তিনি।

ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগ নেতা-কর্মীদের বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিন পড়ার ওপর গুরুত্ব দিতে হবে। পাঠ্যবই পড়ার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। দিনের শুরুতেই কয়েক ঘণ্টা পড়ালেখা করো। এরপর মধুর ক্যান্টিনে সময় দিয়ো।’

ভোরে ঘুম থেকে ওঠার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে ওঠেন। তোমাদেরকেও ভোরে উঠতে হবে। ভোরে ঘুম থেকে উঠলে সারা দিনে অনেক সময় পাওয়া যায় এবং কাজও বেশি করা যায়।’

ওবায়দুল কাদের মধুর ক্যান্টিনে চা পান করেন এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের খোঁজখবর নেন।

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে এভাবে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে এসে খোঁজখবর নেওয়া নেতা-কর্মীদের রাজনীতিতে আরো আগ্রহী করে তুলবে বলে মনে করেন ছাত্রলীগ নেতারা।