রাজবাড়ীতে চলছে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৩৮ ঘণ্টার ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজবাড়ীতেও গণপরিবহন বন্ধ রয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি হুইলার বন্ধের দাবিতে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দেয় ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এ বিষয়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য। এ চিঠির পরিপ্রেক্ষিতে তারাও রাজবাড়ী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছেন।

এদিকে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। তাদের অভিযোগ, সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘটের ব্যবস্থা করেছে।