রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার ৩৮ সে.মি. উপরে

padma

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পদ্মার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।

রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সদরের মহেন্দ্রপুর এবং পাংশা সেনগ্রাম পয়েন্টে পদ্মার নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে।

পদ্মা নদীর পানি বৃদ্ধি ফলে রাজবাড়ী দৌলতদিয়-পাটুরিয়া নৌ-রুটে তীব্র স্রোতের কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লেগে যাচ্ছে। ফলে দৌলতদিয়া প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের চরাঞ্চলের বাতাম, তিলসহ বিভিন্ন ক্ষেত পানিতে তলিয়ে গেছে।