রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যাদুরহাট শাখা অন্যত্র স্থানান্তর বন্ধের দাবীতে মানববন্ধন

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যাদুরহাট শাখা অন্যত্র স্থানান্তর বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে।

সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট বাজারে ঘন্টা ব্যপি মানববন্ধন করেন প্রায় ৭ হাজার গ্রাহক।

মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক বানিজ্যিক যাদুরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এলাকার কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই ব্যাংক থেকে ঋণ দিয়ে চাষাবাদ ও ব্যাবসা করে আসছেন। আবার সময় মতো পরিশোধ করেন। এই ব্যাংক অন্যত্র চলে গেলে এলাকার কৃষকসহ ব্যবসায়ীরা এনজিও ও দাদন ব্যবসায়ীর ক্ষপ্পরে পরে নিঃশ^ হয়ে পথে বসবে।সেই সাথে ক্ষতিগ্রস্থ হবে ব্যাংকের সাড়ে সাত হাজার গ্রাহক ও বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই ব্যাংকটি অন্যত্র স্থানান্তর বন্ধ করতে হবে।

এ সময় চাপড়া সরমজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধূরী, সুবিধাভোগী মেহেরাজ আলী প্রামানিক, আব্দুল্লাহ মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।