রাতে ওজু করে ঘুমানোর ফজিলত

হাসিবুল ইসলামঃ  ইমাম ইবন হিব্বান (রঃ) আবদুল্লাহ ইবন উমার (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসুল (সঃ) বলেছেনঃ ‘’যে ব্যক্তি পবিত্রাবস্থায় (অজু অবস্থায়) ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহ্‌র সমীপে ফেরেশতাটি আল্লাহ্‌র কাছে প্রার্থনা করে বলে, হে আল্লাহ! তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্রাবস্থায় ঘুমিয়েছিল’’ [সহীহ ইবন হিব্বান ৩/৩২৮-৩২৯, সহীহ আত-তারগীব ওয়াত তারহীব ১/৩১৭]

অন্য হাদিসে আরও ফযিলত বর্ণিত আছে যে, মুয়ায বিন জাবাল (রাঃ) হতে বর্ণীত, রাসুল (সঃ) বলেছেনঃ পবিত্রাবস্থায় জিকর করতে করতে ঘুমানো ব্যক্তি রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য আল্লাহ্‌র কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন’। [আবু দাউদ, সহীহ হাদীস নঃ ৫০৩২, ১৩/২৬২]

আসুন, আমরা আজ রাত থেকেই এই সহজ আমলটি করার চেষ্টা করি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করুন, যারা পবিত্রাবস্থায় রাতে ঘুমায় এবং আমাদেরকে এই বিশাল ফযিলত ও সওয়াবের অংশীদার করুন। আমীন