রাতে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা

ডেস্ক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বশেষ বা পঞ্চম রাউন্ড হয়েছিল চলতি বছরের মার্চে। দীর্ঘ পাঁচ মাস আজ শুরু হচ্ছে ষষ্ঠ রাউন্ড।

বাংলাদেশ সময় আজ রাত ৩টায় ইকুয়েডরের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাজিল। এর আড়াই ঘণ্টা পর ভোর সাড়ে ৫টায় নিজেদের মাঠে উরুগুয়ের বিপক্ষে নামবে আর্জেন্টিনা।

চোটের কারণে আর্জেন্টিনার হয়ে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না সার্জিও আগুয়েরো ও হাভিয়ের পাস্তোরে। ৭ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তারা খেলতে পারবেন কি না, সেটিও অনিশ্চিত।

অবসর ভেঙে আর্জেন্টিনা দলে ফেরা লিওনেল মেসিরও উরুগুয়ের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা আছে। বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে বার্সেলোনা থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন মেসি। আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা অবশ্য মেসির খেলার ব্যাপারে আশাবাদী। আর্জেন্টিনা দৈনিক ওলেকে বাউজা বলেছেন, ’সে ঠিক আছে। আমার বিশ্বাস উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলার জন্য সে ঠিক থাকবে।’

ব্রাজিল দলে অবশ্য চোটের শঙ্কা নেই। নতুন কোচ তিতের অধীনে মাঠে নামার জন্য প্রস্তুত নেইমার, মার্সেলোরা। তবে ম্যাচটি ইকুয়েডরের রাজধানী কিটোতে বলে কঠিন পরীক্ষাই দিতে হবে তিতের দলকে। ৩৩ বছর ধরে যে কিটোতে কোনো ম্যাচ জেতেনি ব্রাজিল!

প্রথম ছয় রাউন্ড শেষে ১১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উরুগুয়ে। ইকুয়েডরের পয়েন্টও সমান ১৩, তবে গোল পার্থক্যে পিছিয়ে তারা আছে দুইয়ে।

৯ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তালিকায় ষষ্ঠ স্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে কলম্বিয়া। সমান পয়েন্ট নিয়ে চারে চিলি। এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি ও পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।