রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল ডুবে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : রোববার রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল ডুবে গেছে।

নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক, শান্তিবাগ, হালিশহর, ছোটপুল, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, দুই নম্বর গেট এলাকার কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি জমে গেছে। এতে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মাসুদুল আলম বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। সোমবার বেলা ১১টা পর্যন্ত ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।