রাশিয়ার আইনজীবীর সঙ্গে বৈঠকের বিষয়টি ট্রাম্পকে জানাননি তার বড় ছেলে।

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারণার সময় হিলারির বিষয়ে তথ্য পেতে রাশিয়ার আইনজীবীর সঙ্গে বৈঠকের বিষয়টি ট্রাম্পকে জানাননি তার বড় ছেলে। মঙ্গলবার ট্রাম্প জুনিয়র ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

বৈঠকের বিষয়ে তিনি বলেছেন, এটা তেমন কিছুই ছিল না। তবে এটা ভিন্নভাবে নাড়াচাড়া করার দরকার ছিল।

মঙ্গলবার ট্রাম্প জুনিয়র বেশ কিছু ইমেইল প্রকাশ করেছেন। যাতে দেখা গেছে, তিনি হিলারির ব্যাপারে স্পর্শকাতর তথ্য পেতে রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের বিষয়টি স্বাগত জানিয়েছিলেন। ওই আইনজীবীর সঙ্গে ক্রেমলিনের সরাসরি যোগাযোগ ছিল।

প্রেসিডেন্ট নির্বাচনের পরপর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ওঠে তার নির্বাচনী শিবিরের সঙ্গে রাশিয়ার কর্মকর্তাদের যোগাযোগ ছিল। ট্রাম্প অভিযোগ অস্বীকার করলেও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর তদন্ত করছে।

মঙ্গলবার রাতে ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্প জুনিয়রের কাছে জানতে চাওয়া হয়, তিনি বৈঠকের বিষয়টি তার বাবাকে জানিয়েছিলেন কিনা। জবাবে ট্রাম্প জুনিয়র বলেন, ‘না, এটা তেমন কিছুই না। তাকে বলার মতো এটা কিছুই না।

তিনি বলেন, ‘আমি বলতে চাচ্ছি, আমরা এ বিষয়গুলি নিয়ে আলোচনার আগে আমি এটা মনেই করতে পারছিলাম না। সত্যি কথা বলতে এটা ২০ মিনিটের অপচয়, যা লজ্জাজনক।’