রাষ্ট্রদূতের ব্যাগ উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে ডিএমপির উপপুলিশ কমশিনার মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বিকেল ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২১ নভেম্বর সন্ধ্যায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনা ঘটে। তার ব্যাগে আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি এবং প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল।

কাউন্টার ফটো নামের একটি আলোকচিত্র সংগঠন তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি ১০ জন তরুণ আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে। রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা ক্যুলেনায়ের ছিলেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথি।