রায়ে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার রায়ে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে সংবাদিক চন্দন রহমানের ছড়ার বই ‘খোঁচা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন। বইটি প্রকাশ করেছে ‘লাবনী প্রকাশনী’।

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা উদ্দেশ্যপ্রণোদিত, হিংসাশ্রয়ী এবং প্রতিহিংসাপরায়ণ; এটা সবাই জানে। কিন্তু তার (প্রধানমন্ত্রী) উদ্দেশ্য ভিন্ন। তিনি মিউনিখ (জার্মানির মিউনিখ) থেকে বললেন, এই মামলায় যা হওয়ার তা-ই হবে। মানে তিনি অন্যরকম ইঙ্গিত দিচ্ছেন। অর্থাৎ উনি যে আদালতকে প্রভাবিত করেন, করতে পারেন এবং ভবিষ্যতে প্রভাবিত করবেন এটা প্রমাণিত হলো।’

আওয়ামী লীগের শাসনামলে আদালত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে না, দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া মামলার রায়ে যে তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ইচ্ছার প্রতিফলন হতে পারে, সেটা মিউনিখে দেওয়া বক্তব্যে ফুটে ওঠেছে।’

তিনি বলেন, ‘আদালত কি রায় দেবেন সেটা আদালতের বিচারিক প্রক্রিয়ার বিষয়। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী রায়ের একটি আগাম আভাস দিচ্ছেন জার্মানির মিউনিখ থেকে। সুতরাং বোঝা যায়, তিনি আদালতকে প্রভাবিত করছেন, তার কথায় আদালত কাজ করবে সেটা সুস্পষ্ট।’

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে একজন সাংসদ লাঞ্ছিত হওয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘এই দলের একজন আরেকজনকে চর মেরে দিচ্ছে, কিল ঘুষি মেরে দিচ্ছে। আওয়ামী লীগে যদি সংস্কৃতিমনা ব্যক্তিরা থাকত তাহলে এরকম সংবাদ খবরের কাগজে, গণমাধ্যমে কখনই আসত না। আজকে রাজনীতি আর সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত নয় বলেই এই ধরনের কালো দাগ রাজনীতিতে পড়ছে।’

সংস্কৃতিমনা ছেলেরা যত বেশি রাজনীতিতে যুক্ত থাকে তত বেশি রাজনৈতিক উৎকর্ষতা বৃদ্ধি পায় মন্তব্য করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এটা একটি উন্নত মানের শিল্পকলা। কিন্তু এরা যখন রাজনীতির বিভিন্ন ডামাডোলে রাজনীতিতে জায়গা পায় না, তখন সন্ত্রাসী-মাস্তানের আবির্ভাব হয়।’

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান, লাবনী প্রকাশনীর প্রকাশক ইকবাল হোসেন সালু, লেখক চন্দন রহমান প্রমুখ।