রিয়ালে বেলের চুক্তি নবায়ন

ক্রীড়া ডেস্ক: এবারের মৌসুমটি শুরুর আগেও গ্যারেথ বেলের ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল। ওয়েলস এ তারকার উপর নাকি নজর ছিল ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের।

তবে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো আসরের পর বেলের প্রতি মনযোগী হয়ে উঠেছে তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোতে বেলের দুর্দান্ত পারফরম্যান্সের পর তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত থাকবেন বেল।

২০১৩ সালে ইংলিশ ক্লাব টটেনহাম ছেড়ে ট্রান্সফারের ইতিহাস গড়ে রিয়ালে যোগ দেন বেল। ৮৫ মিলিয়ন পাউন্ড রিয়ালে ৬ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী লস ব্লাঙ্কোসদের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত থাকবেন বেল।

শেষ তিন বছরে রিয়ালকে পাঁচটি শিরোপা জিততে সাহায্য করেছেন বেল।লা ডেসিমা সহ রিয়ালের দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে অবদান রয়েছে তার। রিয়ালের জার্সিতে ১৩৫ ম্যাচে ৬২ গোল করেছে ওয়েলস অধিনায়ক।