রিয়াল মাদ্রিদ ছাড়লেন দলটির কোচ জিনেদিন জিদানের বড় ছেলে এনজো

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছাড়লেন দলটির কোচ জিনেদিন জিদানের বড় ছেলে এনজো জিদান। জিদান-পুত্রর নতুন ঠিকানা আরেক স্প্যানিশ ক্লাব দেপর্তিভো আলাভেস।

২২ বছর বয়সি এনজোর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে আলাভেসের। রিয়াল মাদ্রিদ চাইলে আবার তাকে নিতে পারবে।

এনজো রিয়ালের হয়ে একটি ম্যাচ খেলেছেন। গত বছরের ডিসেম্বরে কোপা ডেল রেতে লিওনেসের বিপক্ষে সেই ম্যাচে রিয়ালের ৬-১ গোলে জয়ে একটি গোলও করেছিলেন এনজো। রিয়ালের ‘বি’ দলের হয়ে ৭২ ম্যাচ খেলে ৫ গোল করেন ফরাসি এই মিডফিল্ডার।

রিয়াল মাদ্রিদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এনজো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকে গোল করা সব সময় একটা স্বপ্ন ছিল। আমি খুশি যে, এটি বার্নাব্যুতে এসেছে এবং দল জিতেছে।’

গত মৌসুমে নবম স্থানে থেকে লিগ শেষ করা আলাভেস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘দেপর্তিভো আলাভেস এনজো জিদানকে স্বাগত জানাচ্ছে এবং নতুন মৌসুমে তার জন্য শুভ কামনা।’