রুশ তদন্তকারীকে বরখাস্তের আদেশ দিয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে নিজের নির্বাচনী প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংশিষ্টতার তদন্তকারী দলের প্রধান রবার্ট মুয়েলারকে গত জুনে বরখাস্তের আদেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউজের আইনজীবী এ ঘটনায় পদত্যাগের হুমকি দিলে সিদ্ধান্ত প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে শুক্রবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজের উপদেষ্টা ডোনাল্ড ম্যাকগান বলেছেন, মুয়েলারের বরাখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তা ট্রাম্পের প্রেসিডেন্সির জন্য বিপর্যয়কর প্রতিক্রিয়া সৃষ্টি করতো।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা শিবিরের বিরুদ্ধে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে ট্রাম্প ও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। ব্যাপক সমালোচনার মুখে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রাক্তন প্রধান রবার্ট মুয়েলারকে গত বছরের মে মাসে এর তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মুয়েলার ইতিমধ্যে হোয়াইট হাউজের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাদের সাক্ষ্য নিয়েছেন। কেবল গত মাসে তার বরখাস্ত হওয়ার সম্ভাবনার খবরটি জানতে পেরেছিলেন মুয়েলার

রুশ তদন্তকারীকে বরখাস্তের আদেশ দিয়েছিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে নিজের নির্বাচনী প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংশিষ্টতার তদন্তকারী দলের প্রধান রবার্ট মুয়েলারকে গত জুনে বরখাস্তের আদেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউজের আইনজীবী এ ঘটনায় পদত্যাগের হুমকি দিলে সিদ্ধান্ত প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে শুক্রবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজের উপদেষ্টা ডোনাল্ড ম্যাকগান বলেছেন, মুয়েলারের বরাখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তা ট্রাম্পের প্রেসিডেন্সির জন্য বিপর্যয়কর প্রতিক্রিয়া সৃষ্টি করতো।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা শিবিরের বিরুদ্ধে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে ট্রাম্প ও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। ব্যাপক সমালোচনার মুখে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রাক্তন প্রধান রবার্ট মুয়েলারকে গত বছরের মে মাসে এর তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মুয়েলার ইতিমধ্যে হোয়াইট হাউজের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাদের সাক্ষ্য নিয়েছেন। কেবল গত মাসে তার বরখাস্ত হওয়ার সম্ভাবনার খবরটি জানতে পেরেছিলেন মুয়েলার