রূপকথা লিখেই চলেছেন রজার ফেদেরার

ক্রীড়া ডেস্ক : রূপকথা লিখেই চলেছেন রজার ফেদেরার। সুইস কিংবদন্তি আবার জিতলেন শিরোপা। আবার হারালেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে। এবার মিয়ামি ওপেন ফাইনালে। তাও আবার সরাসরি সেটে।

বাংলাদেশ সময় রোববার রাতে ফ্লোরিডার ফাইনালে নাদালকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় মিয়ামি ওপেন শিরোপা জিতেছেন ফেদেরার। এই নিয়ে টানা চার ম্যাচে নাদালকে হারালেন তিনি। এর তিনটিই এই বছরে।

চোটে পড়ে ২০১৬ সালের শেষ অর্ধেকটা কাটিয়েছিলেন কোর্টের বাইরে। বয়স ৩৫ হয়ে গেছে, অনেকে তাই ফেদেরারের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তবে ফেদেরার নিজে সেটা দেখেননি। তাই তো কী দুর্দান্তভাবেই না ফিরলেন, জিতলেন এই মৌসুমে তৃতীয় শিরোপা।

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনে নাদালকে হারিয়ে জেতেন ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম। গত মাসে স্তান ভাভরিঙ্কাকে হারিয়ে পঞ্চমবারের মতো জেতেন ইন্ডিয়ান ওয়েলস শিরোপা। এক মাসের ব্যবধানে এবার জিতলেন মিয়ামি ওপেন শিরোপাও।

শিরোপা হাতে নিয়ে তাই দারুণ উচ্ছ্বসিত ফেদেরার, ‘বছরের শুরুটা কী দুর্দান্ত। আমি বিশ্বাস করতে পারছি না। আমার কাছে এটা স্বপ্নের পথচলা।’ আগামী ২৮ মে শুরু বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেনের আগ পর্যন্ত বিশ্রামে থাকতে পারেন ৩৫ বছর বয়সি সুইস তারকা।

এই নিয়ে পাঁচবার মিয়ামি ওপেনের ফাইনালে উঠেও রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো নাদালকে। তাই তো স্প্যানিশ তারকার কণ্ঠে ঝরল একরাশ হতাশা, ‘আমি এখানে যখনই এসেছি, ছোট ট্রফিটা আমার ভাগ্যে জুটেছে। দুটি সপ্তাহ আমারও ভালো কেটেছে। রজারের কাছে পরপর তিনটি ম্যাচে হারলেও বছরটা খারাপ যায়নি। তিনটা ফাইনাল তো খেললাম।’

তথ্যসূত্র : ডেইলি মেইল, বিবিসি।