রূপগঞ্জে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি আলাতুন নেছা নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার গন্ধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় আলাতুন নেছার মেয়ে মাজেদা বেগম আহত হয়েছেন। মাজেদা বেগম তোফাজ্জল হোসেনের স্ত্রী।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে জামাতা তোফাজ্জল হোসেন শাশুড়ি আলাতুন নেছাকে জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। এ নিয়ে শাশুড়ির সঙ্গে তোফাজ্জল হোসেনের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার সকালে তোফাজ্জল তার সহযোগীদের নিয়ে ঘরে ঢুকে শাশুড়িকে ছুরিকাঘাত করে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে মেয়ে মাজেদা বেগমও আহত হন। এলাকাবাসী মা-মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলাতুন নেছাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আশপাশের লোকজন তোফাজ্জল হোসেনের দুই সহযোগী আতাবুর রহমান ও সানাউর হোসেন সানুকে আটক করে পুলিশে দিয়েছে। তবে তোফাজ্জল হোসেন পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।