রেকর্ড হলো আজহারের অস্ট্রেলিয়ায়

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের কোনো ব্যাটসম্যান হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ায় ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর গড়লেন আজহার আলী। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজহারের ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি।

আজহারের অপরাজিত ২০৫ রানের উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা দেয় মিসবাহ-উল-হকের দল।

মেলবোর্নে এর আগে সর্বোচ্চ ১৫৮ নিয়ে পাকিস্তানি কোনো ব্যাটসম্যান হিসেবে শীর্ষে ছিলেন মজিদ খান। ৪৪ বছর আগের সেই রেকর্ড ভেঙ্গে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলন পাকিস্তান ওপেনার আজহার আলী। মেলবোর্নে ভিভ রিচার্ডের করা ২০৮ রানের মাইলফলক ছোঁয়ার ৩ রান আগেই ইনিংস ঘোষণা দিয়ে দেয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিনে ২০৫ রানের ইনিংস খেলতে ৩৬৪ বল মোকাবেলা করেন আজহার। প্রায় ১০ ঘন্টা ক্রিজে থেকে ২০টি চারের সাহায্যে এ ইনিংস সাজান তিনি।

পাকিস্তানের ইনিংস ঘোষণার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ার। এ প্রতিবেদন লেখাপর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২৭৭ রান। ১৪৪ রানে আউট হয়েছে ডেভিড ওয়ার্নার।