রেমিট্যান্সের প্রবাহ কমেছে

অর্থনৈতিক প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) রেমিট্যান্সের প্রবাহ কমেছে।  গত অক্টোবরে প্রবাসীরা ১০১ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই মাসের চেয়ে ৮ কোটি ৭৪ লাখ ডলার বা ৭ দশমিক ৯৬ শতাংশ কম।  বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করা হয়েছে।  এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে ১০৫ কোটি ৫৬ লাখ ডলার। যা আগের বছরের সেপ্টেম্বর মাসে ছিল ১৩৪ কোটি ৯০ লাখ ডলার। আগস্ট মাসে রেমিট্যান্স আসে ১১৮ কোটি ৩৬ লাখ ডলার। যা গত অর্থবছরের আগস্ট মাসে ছিল ১১৯ কোটি ৫০ লাখ ডলার।  চলতি অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) হিসাবে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় কমেছে প্রায় সাড়ে ১৫ শতাংশ।