রোজায় আল্লাহর সন্তুষ্টির দোয়া

হাসিবুল ইসলামঃ-  বছর ঘুরে আবারও আমাদের মাঝে রহমত, নাজাত, মাগফিরাত নিয়ে হাজির হয়েছে পবিত্র রমজান মাস। এই মাস সারা বছরের শ্রেষ্ঠ মাস। আল্লাহ্‌ তালার নৈকট্য লাভের মাস। রমজান মাসের রোজার গুরুত্ব ও প্রতিদান অপরিসীম। এই মাসে মধ্যে রয়েছে হাজারো মাসের চেয়ে উত্তম রাত।

হাজারো মাসের চেয়ে উত্তম রাত : রমজান মাসে মানবতার দিশারি হিসেবে কোরআন নাজিল হওয়ায় মাসটির গুরুত্ব বহু গুণে বেড়ে গেছে। এই মাসে যে কদরের রজনী আছে, সেই রাতকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করেন। রোজার উদ্দেশ্য তাকওয়াভিত্তিক সমাজ গঠন। এ প্রসঙ্গে সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’

রমজানের রহমত ও আল্লাহর সন্তুষ্টির ঠিক তখনই মিলবে যখন আল্লাহর ক্রোধ ও গজব হেফাজতে থাকা যাবে। আল্লাহর রহমত ও সন্তুষ্টি পেতে এবং আল্লাহর  রাগ ও গজব থেকে মুক্তি কামনা করাই মুমিনে একান্ত জরুরি।

তাই রমজানের দ্বিতীয় দিনে আল্লাহর সন্তুষ্টি পেতে এ দোয়াটি বেশি বেশি পড়া প্রয়োজন-

اَللَّهُمَّ قَرِّبْنِيْ فِيْهِ إلَى مَرْضَاتِكَ، وَجَنِّبْنِيْ فِيْهِ مِنْ سَخَطِكَ وَنَقِمَّاتِكَ، وَوَفِّقْنِيْ فِيْهِ لِقِرَاءَةِ آيَاتِكَ، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْن

উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাররিবনি ফিহি ইলা মারদাতিকা, ওয়া ঝাননিবনি ফিহি মিন সাখাত্বিকা ওয়া নাক্বিম্মাতিক; ওয়া ওয়াফফিক্বনি ফিহি লিক্বিরাআতি আয়াতিকা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : ‘হে আল্লাহ! আপনার রহমতের উসিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে নিন। আর আপনার ক্রোধ আর গজব থেকে দূরে রাখুন। আমাকে আপনার পবিত্র কুরআন তেলাওয়াত করার তাওফিক দিন। হে দয়াবানদের শ্রেষ্ঠ দয়াবান।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর নৈকট্য অর্জনে কুরআন তেলাওয়াত ও তাসবিহ আদায় করা এবং এই রমজানে সব রোজা  সঠিকভাবে রাখার  তাওফিক দান করুন। “আমিন”