রোজা রাখা যাদের জন্য ঝুঁকিপূর্ণ

রহমত, মাগফিরাত ও নাজাতের সুসংবাদ নিয়ে এল মাহে রমজান। মুসলিম জাহানের সবচেয়ে পবিত্র মাস এই মাহে রমজান। সংযমের মাস রমজান। মুসলিম সম্প্রদায়ের জন্য অনেক সাধনার একটি মাস হলো এটি। সমগ্র মুসলিম জাতি রমজানের সিয়াম সাধনা পালন করে থাকেন। অবশ্য যারা অসুস্থ তাদের জন্য ইসলাম এ বিষয়ে ছাড় দিয়েছে।

যাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ:

  • উপসর্গযুক্ত জণ্ডিস বা একিউট হেপাটাইটিসে আক্রান্ত ব্যক্তি।
  • লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি যাদের বর্তমানে পেটে পানি অথবা জন্ডিস রয়েছে।
  • রক্তবমি অথবা কালো পায়খানা হয়েছে।
  • খাদ্যনালীতে ব্যান্ড বা ইডিএল (EVL) এর মাধ্যমে চিকিৎসা করা হয়েছে – যাদের কথাবার্তা বা আচরণে অসংলগ্নতা দেখা যাচ্ছে।
  • ডায়াবেটিস আছে এবং হাইপোগ্লাইসেমিয়া হবার ঝুঁকি আছে।
  • লিভার ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি যাদের লিভারের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্থ।