রোনালদোর নামে রাখার ঘোষণা দেয় পর্তুগালের স্থানীয় প্রশাসন

ক্রীড়া ডেস্ক: ঘোষণাটা এসেছিল দেশের হয়ে ইউরো শিরোপা জয়ের পরই। ফ্রান্সকে হারিয়ে গতবার ইউরোর শিরোপা জেতায় সম্মান জানাতে মাদেরিয়ার বিমানবন্দরের নাম পরিবর্তন করে রোনালদোর নামে রাখার ঘোষণা দেয় পর্তুগালের স্থানীয় প্রশাসন। অবশেষে নিজের নামে সেই বিমানবন্দর উদ্বোধন করেছেন রিয়াল মাদ্রিদ সুপাস্টার।

নিজের নামে বিমানবন্দর উদ্বোধনী অনুষ্ঠানের সময় রোনালদো নতুন বান্ধবী জিওর্জিনা, মা আভেইরো এবং ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়ে উপস্থিত হয়েছেন। এসময় বিমানবন্দরে উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন রোনালদো।

তবে নিজের নামে বিমানবন্দর ও মূর্তি উন্মোচন করায় নতুন বিতর্কে পড়েছেন রোনালদো। দেশকে প্রথমবারের মতো ইউরোর স্বাদ এনে দিলেও তার ভক্তদের অনেকেই চাননি মাদেরিয়ার বিমানবন্দরটি নাম পরিবর্তন করে রোনালদোর নামে রাখা হোক। কিন্তু স্থানীয় প্রশাসন সব কিছু উপেক্ষা করে রোনালদোর নামে বিমানবন্দর করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। দেশের হয়ে যত বড় অর্জনই হোক একজন ফুটবলারের নামে বিমানবন্দর হওয়ায় ভক্তদের অনেকেই মেনে নিতে পারছেন না।