রৌমারীতে ৬১ বোতল বিদেশী মদসহ আটক- ৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- রাজিবপুর উপজেলার দক্ষিণ মরিচাকান্দি এলাকার সিদ্দিক মিয়ার পুত্র মোঃ ইয়াকুব আলী(২৩), আব্দুস সালামের পুত্র মোহাম্মদ শাহিন আলম(১৯) ও কুরপান আলীর মোহাম্মদ রফিক মিয়া(২৫)।
জানা গেছে, সোমবার ভোররাতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারস্থ চৌরাস্তা মোড়ে রৌমারী থেকে রাজিবপুর গামী পাকা রাস্তার ওপর যানবাহন চেকপোষ্ট চলাকালে একটি অটোরিক্সা তল্লাশী চালিয়ে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ সাদ্দাম হোসেন(২০) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।