র্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় জব্দ

নিজস্ব প্রতিবেদক :  কারনেট সুবিধায় আনা ২ কোটি টাকা মূল্যের মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

মঙ্গলবার দুপুরে মহাখালী ডিওএইচএস এলাকায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় মার্সিডিজ জিপ গাড়িটি পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় গাড়িটি জব্দ করেছে সংস্থাটি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল মহাখালীর ডিওএইসএস রোডের একটি বাড়ির সামনে পার্ক করা অবস্থায় মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটি পায়। ওই বাড়ির মালিক এস কে আবু বাকের। তার ছেলে এরিক মোরশেদ ওই গাড়ির মালিক। গাড়ির রেজিস্ট্রেন নম্বর ঢাকা মেট্টো ঘ ১৪-৪৭২৭। তবে বিআরটিএর সঙ্গে যোগাযোগ করে জানা যায় ওই নম্বরটি ভূয়া। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, গাড়িটি কারনেট সুবিধায় আমদানি করা হয়েছে। কিন্তু শর্ত অনুযায়ী এই গাড়ি ফেরত দেওয়া হয়নি। আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুল্ক গোয়েন্দা।