লকডাউনে বদলে গেল আবাহনী-ইগলস ম্যাচের ভেন্যু

কঠোর লকডাউনের কারণে ঢাকায় ১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে এএফসি কাপের হোম ম্যাচ বাংলাদেশের পরিবর্তে নেপালে খেলবে আবাহনী। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। জানিয়েছেন, আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু।

কোচ মারিও লেমস বলছেন, ঘরের মাঠে হলে সহজে জয় পাওয়া সম্ভব ছিল ইগলসের বিপক্ষে। তবে নেপালেও পূর্ণ পয়েন্টের জন্য মাঠে নামবে আকাশি-নীলরা।

১৪ এপ্রিল নির্ধারিত ছিল আবাহনী ঘরের মাঠে মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ। শুরুতে লকডাউনের মধ্যেই ম্যাচটি আয়োজনের তাগিদ দিয়ে ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এএফসি।

এমতাবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে কিংবা মালদ্বীপে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আবাহনীও নতুন ভেন্যু বাছাই করেছে এরই মধ্যে। গত মাসেই জাতীয় দল খেলে এসেছে নেপালে। এএফসি কাপের ম্যাচটাও সেখানেই খেলতে চায় আবাহনী।

বাধ্য হয়েই দেশের বাইরে হোম ম্যাচ খেলতে হচ্ছে আকাশি-নীলদের। ঘরের মাঠের সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে সাদ, সোহেলদের। কোচও বলছেন বাংলাদেশে অনুষ্ঠিত হলে সহজে জয় পাওয়া সম্ভব হতো। তবে নেপালেও জয় পেতেই মাঠে নামবে লেমস বাহিনী। ম্যাচ খেলতে বাংলাদেশে পৌঁছেছেন নাইজেরিয়ান সানডে।

আবাহনী কোচ মারিও লেমস বলেন, ‘দেখুন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আমাদের আসলে কিছু করার নেই। আমরা খেলতে প্রস্তুত। যেখানেই হোক। নেপালে জাতীয় দল খেলে এসেছে। আমার দলের বেশ কয়েকজন ফুটবলার ছিল। এটা একটা ইতিবাচক দিকও। তবে বাংলাদেশে খেললে আমরা সহজে জয় পেতাম। নেপালেও আশা করি পূর্ণ পয়েন্ট পাব। ইগলসের খেলা আমি দেখেছি। কিছু জায়গায় দুর্বলতা আছে, সেগুলোর সুযোগ নিতে হবে। সানডে দলে যুক্ত হয়েছে আমাদের আক্রমণ ভাগে শক্তি বৃদ্ধি পেয়েছে।’

২১ এপ্রিল আবাহনী নেপালে গিয়ে ম্যাচ খেলার পরিকল্পনা করলেও। শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিভিল অ্যাভিয়েশন। সেক্ষেত্রে আবাহনীকে নেপালে গিয়ে ম্যাচ খেলতে হলে যেতে হবে বিশেষ ব্যবস্থায়।