লকডাউন ৪৯ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাস রোধে সরকারের ঘোষিত লকডাউন অমান্য করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ৪৯ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ এপ্রিল) মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ১ নং জোনে ৮ টি মামলায় ২২০০ টাকা, ২ নং জোনে ৭ টি মামলায় ১৫০০ টাকা, ৩ নং জোনে ৬ টি মামলায় ১৫৬০০ টাকা, ৪ নং জোনে ৮ টি মামলায় ৩৪০০ টাকা, ৫নং জোনে ৭ টি মামলায় ৮৯০০ টাকা, ৬নং জোনে ৭ টি মামলায় ৬৫০০ টাকা, ৭নং জোনে ৩ টি মামলায় ৪০০০ টাকা, ৮ নং জোনে ৭ টি মামলায় ৭৫০০ টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৪৯ হাজার ৬ শত টাকা।

এ সময় সকল কাঁচা বাজার উন্মুক্ত জায়গায় রেখে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি ক্রয়-বিক্রয় এবং জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।