‘লাদেনের ক্ষতবিক্ষত মাথা জোড়া লাগানো হয়’

আন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদার প্রাক্তন প্রধান ও বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের এক নৌকমান্ডো দাবি করেছেন, লাদেনের ক্ষতবিক্ষত মাথা জোড়া লাগানো হয়, যাতে করে ছবি তুলে তার পরিচয় ঠিক রাখা যায়।

নতুন এক বইয়ে নেভি সিলের শুটার বরার্ট ও’নিল আবার দাবি করেছেন, তার গুলিতেই নিহত হন লাদেন। তার ছোড়া তিনটি গুলি লাদেনের দেহে বিদ্ধ হয় এবং এতে নিহত হন ৯/১১ হামলার হোতা।

রবার্ট ও’নিল তার বইয়ে লিখেছেন, তার ছোড়া গুলিতে লাদেনের মাথা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। পরে ছিন্নভিন্ন অংশগুলো জোড়া লাগিয়ে লাদেনের ছবি তোলা হয়।

‘দি অপারেটর : ফায়ারিং দি শুটস দ্যাট কিলড বিন লাদেন’ শীর্ষক লেখায় প্রাক্তন ছয় নৌকমান্ডো জানিয়েছেন সেই দিন রাতে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের গুপ্ত আস্তানায় কী ঘটেছিল।

২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদে লাদেন বধের অভিযান চালায় মার্কিন নৌকমান্ডোরা। এই অভিযান নিয়ে বরার্ট ও’নিল যে বর্ণনা দিয়েছেন, তা নিয়ে বিতর্ক আছে। তবে এর মধ্যেই আবারও একই ধরনের দাবি করলেন তিনি।