লালমনিরহাটে বাশঁবাহী ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের ট্রাফিক বক্স অফিসের সামনে শনিাবার দুপুরে বাশঁবাহী একটি ট্রাক থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে সদর ট্রাফিক পুলিশ ও লালমনিরহাট মাদক নিয়ন্ত্রন অফিস। এ সময় ট্রাক ড্রাইভারকে আটক করা হয়।
আটক ট্রাক ড্রাইভার নবাব আলী (৪৫) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাঁপারহাট এলাকার মৃত লতিবুল্লাহর ছেলে।ট্রাফিক পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক সার্জেন্ট মোঃ আল ফরিদ ও মাদক নিয়ন্ত্রন পরিদর্শক ইনন্সপেক্টোর মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে ট্রাফিক বক্স অফিসের সামনে ঢাকা মেট্রো ট-১৪-৬৯৬২ নম্বর একটি বাশেঁর লোড ট্রাক আটক করেন। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ড্রাইভারের পায়ের নিচে থাকা একটি ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।ট্রাক ড্রাইভার নবাব আলী জানান, চাপাঁরহাট এলাকার জনৈক বিমল চন্দ্র তাকে ৭হাজার টাকার বিনিময়ে ঢাকায় ফেন্সিডিলগুলো পৌছানোর জন্য কন্ট্রাক করে। বাশেঁর ট্রাকটি চাঁপারহাট হইতে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো।এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন পরিদর্শক মোঃ লোকমান হোসেন জানান, তিনি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সংশ্লিষ্ট মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে আটক ট্রাক ড্রাইভারকে জেল হাজতে পাঠানো হবে।