লালমনিরহাটে বিষমুক্ত লাউ চাষে লাভবান হচ্ছে চাষিরা

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : বিষমুক্ত খাবার এখন সময়ের দাবি। সবাই খাবারে ভেজাল আছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকতে চায়। সে বিষয়ে খেয়াল রেখেছেন লালমনিরহাটের চাষিরা। ভোক্তা আর নিজ পরিবারের চাহিদার কথা ভেবেই লালমনিরহাটে চাষিদের মাঝে বিষুমক্ত সবজি চাষ উৎপাদন দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।বিষমুক্ত সবজি উৎপাদনে চাষিরা কম ফলন পেলেও তুলনামুলক অধিক মুল্য পাওয়ায় তারা লাভবান হচ্ছেন। রাসায়নিক সার ও কীটনাশক ঔষধের পরিবর্তে চাষিরা জৈব সার ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপন্ন করায় এগুলো মানব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।অতুল চন্দ্র রায় লালমনিরহাট সদরের সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নের দক্ষিন দুড়াকুটি গ্রামের একজন নবীন চাষি। তার এ সাফল্যে গ্রামের অন্য কৃষকরা বিষমুক্ত সবজি আবাদে আগ্রহী হচ্ছে। সেক্স ফেরোমন ফাঁদ একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি যাতে বিষ ছাড়াই অত্যন্ত সফল ভাবে ক্ষতিকর পোকার প্রজনন ব্যাহত করে ফসল রক্ষা করা যায়। এটি সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত। এ পদ্ধতি লাউ, শসা, কুমরড়া, করলা, ঝিংগা, ইত্যাদি ফসলে শতভাগ কার্যকরী। তাকে অনুসরন করে ওই গ্রামে অন্য চাষিরাও শুরু করে দিয়েছেন বিষমুক্ত লাউ চাষ।বিষমুক্ত লাউ ও লাউশাক উৎপাদনে রাসায়সিক সারের পরিবর্তে জৈব ও কেঁচো সার এবং কীটনাশকের পরিবর্তে নিমপাতার রস ব্যবহার করেন চাষিরা। পাশাপাশি অন্য সবজিও উৎপাদন করছেন এ পদ্ধতিতে। চাষিরা বিষমুক্ত লাউ ও লাউশাক দিয়ে পারিবারিক চাহিদাও মিটাচ্ছেন স্বানন্দে।
বিষমুক্ত লাউ ও লাউশাক পেতে বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও সবজি বিক্রেতারা ভীড় জমান চাষিদের ক্ষেতে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত ক্ষেতের লাউ ও লাউশাকের দামের চেয়ে তুলনামুলক অধিক মুল্যে কিনছেন বিষমুক্ত ক্ষেতের লাউ ও লাউশাক।কৃষি বিভাগ থেকে বিষমুক্ত লাউ, লাউশাকসহ সকল ধরনের সবজি উৎপাদনে চাষিদের করা হচ্ছে উদ্বুদ্ধ আর দেয়া হচ্ছে উৎপাদন পদ্ধতি প্রশিক্ষন।চাষিদের নিয়মিত উদ্বুদ্ধ করন, অনুপ্রেরনা ও সহযোগিতা দেয়া হলে তারা রাসায়নিক সার কীটনাশক ঔষধ বাদ দিয়ে জৈব সার ব্যবহার করে উৎপাদন করবেন বিষমুক্ত লাউ, লাউশাকসহ সকল ধরনের সব্জী আর এতে চাষি ও ভোক্তা উভয়ই হবেন লাভবান।