লালমোহনে ইউপি মেম্বারের সাথে পরকীয়া করতে গিয়ে স্বামীর হাতে ধরা পড়লেন দুই সন্তানের জননী

এম এ হান্নান.ভোলা : লালমোহন রমাগঞ্জ ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বারের পরকীয়া আটক হলেন ৫নং ওয়ার্ডের মৃত মুজিবল হক মিয়ার পুত্র ফারুকের স্ত্রী। জানা গেছে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে ৯নং ওয়ার্ডের তোফাজ্জল মিয়ার কন্যা খাদিজা আক্তারের বিবাহ হয় একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফজলে রহমান পাটওয়ারী বাড়ীর মৃত মজিবুল হকের ছেলে ফারুকের সাথে ২০০১ সালে বিবাহ হয়। র্দীর্ঘদিন পর্যন্ত ফারুক ও তার স্ত্রী ভালো ভাবেই সংসার করেছিলেন এবং তাদের দুই পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। ফারুক বিবাহের আগ থেকেই চট্টগ্রামে চালের দোকানে লেবারি কাজ করতেন। ফারুকের অভিযোগ হলো তার স্ত্রী খাদিজা আক্তার গেল ইউপি নির্বাচনের পর থেকে প্রায় দুই বছর পর্যন্ত রমাগঞ্জ ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার বাবুলের সাথে পরকীয়ায় জড়ায়। তার এ পরকীয়ায় বাধা দিলে ফারুকের সংসারে তার ছেলেদের এবং তাকে নিয়ে গালমন্দ করতেন স্ত্রী খাদিজা আক্তার। দীর্ঘদিন সন্দেহতিত থাকার পর গত শুক্রবার তার স্ত্রী খাদিজা আক্তার তার দুই ছেলে ও স্বামীকে বাসায় রেখে বাবার বাড়ীতে একা চলে আসেন। একা বাবার বাড়ীতে আসার কারনে স্বামী ফারুকের স্ত্রীর উপর সন্দেহ হয়। এই সন্দেহকে কেন্দ্র করে ফারুক বাই পথে শশুর বাড়ীতে এসে ঘরের পিছনে ঝোপের মধ্যে লুকিয়ে থাকেন। কিছুক্ষণ পর দেখা গেলো ঘরের বাতিগুলো বন্ধ করে দিয়ে তার স্ত্রী খাদিজা রাতের আঁধারে বাশ বাগানে চলে যায়। সেখানে গিয়ে বাবুল মেম্বারের সাথে আপত্তিকর কাজে লিপ্ত হলে স্বামী ফারুক লাইট মেরে দুজনকে এ অবস্থায় দেখে এবং চিৎকার দিয়ে দুজনকে আকড়ে ধরেন। পরে বাবুল মেম্বার ঝাপটা-ঝাপটি করে এক পর্যায়ে ছুটে পালিয়ে যায়। ফারুকের ডাক-চিৎকারে তার শশুড় বাড়ীর লোকজনসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকৃত ঘটনা তারা জানেন। ফারুক সকলের কাছে বিচার দাবী করে নিজ বাড়ীতে চলে আসেন। এই ঘটনা এলাকায় তোলপাড় বিরাজ করছে। এ সম্পর্কে মেম্বার বাবুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনাটি কৌশলে এড়িয়ে যান।