লালমোহনে গজারিয়া জেলেদের পুর্ণবাসন চাল বিতরনে অনিয়মের অভিযোগ

ভোলা প্রতিনিধিঃ লালমোহনে পশ্চিম চরউমেদ ইউনিয়নে চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ১৯ মে শুক্রবার জেলেদের চাল দেওয়া হয়। জেলেদের দুই মেয়াদর ৮০ কেজি করে চাল দেওয়ার নিয়ম তাকলেও দেওয়া হয়েছে ৫৫ থেকে ৬০ কেজি করে। এই ইউনিয়নে জেলেদের জন্য ভিজিএফের কার্ড দেওয়া হয় ৮৫০টি ।
চাল নিতে আসা রফিক,নাগর,নুরে আলম ও হামজাসহ আরো অনেকে চাল বিতরন নিয়ে অভিযোগ করে বলেন, আমাদের সরকারি ভাবে ১ মেয়াদে ৪০ কেজি করে ২ মেয়াদের ৮০ কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও আমাদেরকে চাল দেওয়া হয়েছে ৫৫ কেজি করে। আমরা চাল কম দেয়ার বিষয়ে চাল বিতরন কারী কাশেম মাষ্টার ও মহসিন মেম্বারের কাছ থেকে জানতে চাইলে আমাদেরকে বলে নিয়ম মতই চাল দিতাছি তোরা আমার চাইতে বেশি বোঝস নাকি। চাল বিতরনের অনিয়মের বিষয়টি নিয়ে মহসিন মেম্বারের হাতের ০১৭১৯৯৩৪৪৪৭ মুঠোফোন নাম্বারে কল দেওয়া হলে কল রিসিব না করায় বক্তব্য নেওয়া সম্বব হয়নি।