লিওনেল মেসি জন্য সুখবর

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল দলের জন্য বড় একটি সুখবরই বটে। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচগুলোতে খেলতে আর বাধা নেই আর্জেন্টাইন ফরোয়ার্ডের।

বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারিকে গালি দেওয়ার অভিযোগে মেসিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা। ফলে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে হারের ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

তবে মেসির শাস্তির বিরুদ্ধে আপিল করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএর আপিলের পর শুনানি শেষে শুক্রবার ফিফার আপিল কমিটি শাস্তি তুলে নিয়েছে। ফিফার আপিল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, মেসির বিরুদ্ধে তথ্যপ্রমাণ যথেষ্ট নয়।

সেই সঙ্গে মেসিকে দেওয়া ১০ হাজার সুই ফ্রাঁ জরিমানাও বাতিল করা হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে আর্জেন্টিনার পরের তিনটি ম্যাচে খেলতে পারবেন মেসি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের সেরা চার দল সরাসরি বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানে থাকা দলটিকে প্লে-অফের বাধা পেরিয়ে আসতে হবে।