লিগে সবচেয়ে বাজে শুরু রোনালদোর

ক্রীড়া ডেস্ক : গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং দেশের হয়ে ইউরোপা শিরোপা জয়ের পর বেশ আত্মবিশ্বাস নিয়ে এবারের মৌসুমটি শুরু করেন রোনালদো। কিন্তু স্প্যানিশ লা লিগায় সম্প্রতি দারুণ গোলখরায় ভুগছেন পর্তুগিজ এ সুপারস্টার।

লা লিগায় যোগ দেওয়ার পর থেকে কখনো এমন বাজে পরিস্থিতিতে পড়তে হয়নি রোনালদোকে। গতবারও লা লিগায় প্রথম ছয় ম্যাচে পাঁচ গোল করেছিলেন রোনালদো। ২০১৪-১৫ মৌসুমে আরও ভয়ংকর ছিলেন তিনি। প্রথম ছয় ম্যাচ থেকেই তুলে নেন ১৩ গোল। কিন্তু এবার শুরুর ছয় ম্যাচ থেকে সিআরসেভেনের গোল সংখ্যা মাত্র ২টি। লা লিগায় রিয়ালের হয়ে এটাই তার সর্বনিম্ন গোলের অংক।

সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ চার ম্যাচে কোনো গোল পাননি রোনালদো। যা রোনালদোর মতো তারকার নামের পাশেই পুরোই বেমানান।

এদিকে চলতি মৌসুমে লা লিগায় গোল করার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে বার্সেলোনা সুপারস্টার মেসি। লিগে ৭ গোল নিয়ে পিচিচি ট্রফি জয়ের লক্ষ্যে সবার চেয়ে এগিয়ে তিনি। অবশ্য মেসির বার্সার সতীর্থ লুইস সুয়ারেজও সমান গোল নিয়ে তার পাশেই অবস্থান করছেন। ছয় গোল নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন অ্যাটলেটিকো মা্দ্রিদ তারকা আঁতোয়ান গ্রিজমান।