লিটনের পরে সাজঘরে সাকিবও

দলীয় ৪০ রানের মাথায় প্রথম উইকেট পড়লে মাহমুদউল্লাহ বাহিনীর। এরপর টিকতে পারলেন না আগের ম্যাচের নায়ক সাকিব আল হাসানও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে ৫.৫ ওভারে ফেরেন লিটন। কুমারার বলে দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে করেছেন ১৬ বলে ১৬ রান। সাকিব ৭ বলে ১০ রান করে আউট হয়ে গেছেন।

অন্যদিকে, নাঈম শেখ ২৪ বলে ২৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন। তার সঙ্গে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম।

শেষ খবর পাওয়া পর্যন্ত টিম টাইগার্সের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮ ওভারে ৫৬ রান।

এর আগে ইনিংসের প্রথম ওভারে মাত্র ২ রানে শুরুর পর দ্বিতীয় ওভারে বিনুরা ফার্নান্ডোর লেগস্টাম্পের বাইরের বলে ফ্লিক করতে ভুল করেননি লিটন দাস। দ্বিতীয় ওভারে বাংলাদেশ পেয়েছে প্রথম বাউন্ডারি। দুই ওপেনার শুরুটা করেছিলেন ধীরগতিতে। তৃতীয় ওভারে ১২ রান তুলেছে দুই উদ্বোধনী ব্যাটার। টানা দুইটি ফ্রন্টফুটের নো-বল করেছেন দুষ্মন্ত চামিরা। দুইটি ফ্রি-হিটই ব্লকহোলে করার চেষ্টা করেছেন। প্রথমটিতে নাঈমের তেমন টাইমিং হয়নি, হয়েছে ২ রান। পরেরটিতে অবশ্য চার মেরেছেন নাঈম।

অতীতে এই দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১১ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৭ ম্যাচে জয় পায় শ্রীলংকা। আর ৪ ম্যাচে জয় পায় বাংলাদেশ।