লিবিয়া উপকূলে ৪০ অভিবাসী নিখোঁজ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে ৪০ অভিবাসী নিখোঁজ হয়েছে। শনিবার দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মুয়াম্মার মোহাম্মদ মিলাদ নামের ওই কর্মকর্তা জানান, গারাবুলি শহর থেকে ছয় মাইল উত্তর-পূর্বে একটি মাছ ধরার নৌকা ডুবন্ত অভিবাসীদের দেখতে পায়। পরে সেখান থেকে ৮৫জনকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘ অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটির তলদেশ ফেটে গিয়েছিল। বেঁচে যাওয়া লোকজন জানিয়েছে ৪০ যাত্রী নিখোঁজ রয়েছে। এদের মধ্যে সাত শিশুও রয়েছে।

রাজধানী ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত গারাবুলি শহর দিয়ে প্রায়ই সাগরপথে অভিবাসীদের ইউরোপ পাচারের চেষ্টা করা হয়। সাগরযাত্রার জন্য পাচারকারীরা স্বস্তায় তৈরি দেশীয় নৌকা ব্যবহার করে থাকে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেবে চলতি বছর এ পর্যন্ত সাগর পথে অবৈধভাবে ৮৫ হাজার অভিবাসী ইতালিতে গিয়েছে। এই সময়ে নৌকা ডুবে মারা গেছে ২ হাজার ১৫০ জন।