লেবার পার্টি ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের লেবার পার্টি ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েছেন দলটির প্রধান জেরেমি করবিন। বুধবার বিকেলে লিভারপুলে দলীয় সম্মেলনে তিনি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান একটি বাস্তবতা। এ কারণে তার দল ক্ষমতা গ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এ সময় সম্মেলনে উপস্থিত অসংখ্য মানুষ করতালি দিয়ে জেরেমি করবিনের ঘোষণাকে স্বাগত জানান। এ সময় অনেকেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন। গত বছর লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেছিলেন, ব্রিটেনের পক্ষ থেকে অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। বেলফোর ঘোষণার শতবার্ষিকী উদযাপনেরও সমালোচনা করেছিলেন তিনি। বেলফোর ঘোষণাই ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠা সহজ করে দিয়েছিল। ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অন্যায় তৎপরতারও সমালোচনা করে থাকেন।